
চোর চক্রের ৪ সদস্য গ্রেফতারসহ অটোরিক্সা উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি;-নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অটোরিকশাসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
আজ (১২ জুন) সোমবার দুপুরে নেত্রকোনা ও ময়মনসিংহের শম্ভুগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো- নেত্রকোনা জেলা সদরের দিগজান গ্রামের মোশাররফ হোসেন, নিউটাউন এলাকার রুক্কু চৌহান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার কবির মিয়া ও মানিক মিয়া।
পুলিশ জানায়, পূর্বধলার উপজেলাবাসী সহায় সম্বলহীন রুবেল মিয়া ধারদেনা করে কিস্তিতে কেনা অটোরিক্সা চালিয়ে পরিবারের ব্যয়ভার বহন করেন। পরিবারের ব্যয় আর কিস্তির টাকা জোগাতে দিনরাত ভাড়ায় যাত্রী পরিবহন করেন রুবেল। কিন্তু গত (২ জুন) নেত্রকোনা শহরের সাতপাই বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে তার অটোরিকশাটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোনা মডেল থানা পুলিশের শরণাপন্ন হন রুবেল মিয়া ও তার পরিবার। রবিবার এ ঘটনায় থানায় মামলা নেয় পুলিশ।
তাৎক্ষণিকভাবে থানায় বিষয়টি আমলে নেয় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক, নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নির্দেশক্রমে উক্ত ঘটনার বিষয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করা হয়, (মামলা নং- ১৭,- ১১/৬/২৩ ইং, ধারা- ৩৭৯ দঃবিঃ রুজু হয়)। এর পরপরই চোরাই অটোরিক্সা উদ্ধার অভিযানে নামে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টীম।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও এসআই ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার ও পুলিশফোর্স নিয়ে সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে নেত্রকোনা পৌর শহরের কালিবাড়ি থেকে গ্রেফতার করা হয় অটোরিক্সা চোর চক্রের সদস্য সদর উপজেলার দিগজান এলাকার বাসিন্দা মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোশাররফ হোসেনকে।
পরে পুলিশ সদস্যরা মোশাররফকে সাথে নিয়ে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় অটোরিক্সা চোর চক্রের আরও তিন সদস্যকে। তারা হলেন, নিউটাউন এলাকার বাসিন্দা চান্দি চৌহানের ছেলে রুক্কু চৌহান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আজিজ মিয়ার ছেলে কবির মিয়া।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা অটোরিক্সাটি চুরি করার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে অবশেষে ময়মনসিংহ জেলার গাছতলা বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
অটোরিকশা মালিক রুবেল মিয়া পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটি চুরি হয়ে যাওয়ায় আমি হতাশ হয়ে গিয়েছিলাম। দু’চোখে অন্ধকার দেখছিলাম আর কিছুই বুঝতে পারছিলাম না। পুলিশের একান্ত চেষ্টায় দ্রুত সময়ে আমার অটোরিক্সাটি উদ্ধার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, রুবেল মিয়ার অটোরিক্সাটি চুরি যাওয়ার বিষয়টি জানার পর চুরির মামলা রেকর্ড করি। এরপরই অটোরিক্সাটি উদ্ধারের জন্য থানার একটি বিশেষ দল তৈরি করে উদ্ধারের কাজে নামি। নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশেষে আমরা অটোরিক্সাটি উদ্ধার করতে সক্ষম হই। সেই সঙ্গে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’