
নৃত্যময়ী একাডেমির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নিউজ ডেস্কঃ- নৃত্যময়ী একাডেমির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিপুল উৎসাহ উদ্দীপনা আর নান্দনিক আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র নৃত্যময়ী একাডেমির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব।নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত। প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ বরণ্য নৃত্য শিল্পী মানসী দাশ তালুকদার,চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু,চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, মাত্র এক বছরে একটি সংগঠন যে এতদূর এগিয়েছে তা সত্যই প্রশংসনীয়। আয়োজন এবং শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে। অতিথিবৃন্দ একাডেমির চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমৃদ্ধি কামনা করেন। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন নৃত্যময়ী একাডেমির প্রশিক্ষক ও পরিচালক সৌরভী নাথ ও বৈশাখী নাথ।
অনুষ্ঠানে নৃত্যে বিশেষ অবদানের জন্যে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রর পরিচালক স্বপন দাশ এবং নৃত্যরৃতির পরিচালক গোলাম মোস্তাফা ববিকে সংবর্ধনা প্রদান করা হয়। আবৃত্তি শিল্পী শ্রাবণী দাশগুপ্তের সঞ্চালনায়েএকাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী নৃত্য এবং গানে অংশ গ্রহণ করে। শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।