রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনার বারহাট্টায় মন্দিরের দানবাক্স ভেঙ্গে চুরি 

নেত্রকোনার বারহাট্টায় মন্দিরের দানবাক্স ভেঙ্গে চুরি

নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের বারহাট্টা-কাশবন সড়কের পাশে গড়মা গ্রামের প্রতিষ্ঠিত কালী মন্দিরে সিসিটিভির আওতায় থাকা সত্বেও দানবাক্স ভেঙ্গে টাকা চুরিব ঘটনা ঘটেছে।

গতকাল রাত ৩:৪০ মিনিটে বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের গড়মা গ্রামের কালীমন্দিরে এই চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মন্দিরের পাশের বাড়ির তপন সরকারের স্ত্রী শিউলি রাণী সরকার প্রতিদিন ভোরবেলায় মন্দিরে এসে প্রণাম করেন। প্রতিদিনের মতো আজও মন্দিরে প্রণাম করতে এসে দেখেন, মন্দিরের দানবাক্সগুলো ভাঙ্গা অবস্থায় আছে।

মন্দিরের পাশে কয়েকটি দোকান থাকায় দোকান মালিকরা দোকান খুলতে আসলে শিউলি রাণী সবাইকে ডেকে এনে মন্দিরের ভাঙ্গা দানবাক্সগুলো দেখান। পরে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাদক্ষসহ এলাকাবাসীকে খবর দেন।

গড়মা কালীমন্দির কমটির সভাপতি মানবেন্দ্র দত্ত বলেন, এই কালীমন্দিরটি শত বছরের পুরোনো এবং ভক্তবৃন্দের কাছে (জাগ্রত কালীমন্দির হিসাবেই পরিচিত)। প্রতি অমবস্যাতে মন্দিরে পূজা হয় এবং অনেক দুরদুরান্ত থেকে ভক্তরা তাদের মনবাসনা পূর্ণ করতে পূজাতে আসেন। ফলে দানবাক্সতে অনেক প্রণামীর টাকা জমা হয়। এই দানবাক্সে জমানো প্রণামীর টাকা দিয়ে মন্দিরের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। এই মন্দিরে শুধু হিন্দু ভক্তবৃন্দই নয় অনেক মুসলমান ভক্তরাও মনের বিশ্বাসে এ মন্দিরে আসেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসেই আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম, বারহাট্টা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকনসহ ঘটনাটি বারহাট্টা থানায় অবহিত করি। খবর পাওয়ার সাথে সাথেই বারহাট্টা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সামনেই সিসিটিভি ফুটেজ দেখা হয়। চোরের মুখ কাপড় দিয়ে বাঁধা থাকায় তৎক্ষনাৎ তাকে চিনতে পারা যায়নি। সিসিটিভি ফুটেজের আলামত পুলিশ মোবাইলে রেকর্ড করে নিয়ে গেছেন।

এলাকাবাসী ও ভক্তবৃন্দগণ প্রশাসনের কাছে দাবী জানান, সিসিটিভি ফুটেজের তথ্য যাচাই করে এর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ দেখে তথ্য যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে আশ্বাস দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email