
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ- অদ্য ১১ ঘটিকা চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম জেলার উদ্যোগে তাদের ৪দফা দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন করেনঃ
মোঃ আলাউদ্দিন চৌধুরী, সদস্য সচিব, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ,চট্টগ্রাম জেলা।

এছাড়াও উপস্থিত ছিলেনঃ
ক) মোহাম্মদ নুরুল কবির, আহবায়ক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ,চট্টগ্রাম জেলা।
খ) মোহাম্মদ করিম উদ্দিন, সাধারণ সম্পাদক, গণপূর্ত ও প্রকৌশলী দপ্তর, চট্টগ্রাম।
গ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক, গণপূর্ত ও প্রকৌশলী দপ্তর, চট্টগ্রাম।
ঘ) মোহাম্মদ জিয়া উদ্দিন, সভাপতি, জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী, কেন্দ্রীয়সহ প্রমূখ।
বক্তব্যে বলেন, বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর জনস্বার্থ বিরোধী বিতর্কিত ধারা, উপধারা সংশোধন ও ঢাকা মহানগরী ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশসহ ৪দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি বলে জানান। তাদের মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও নয় বলে জানান। এদেশের গণপ্রকৌশলীখ্যাত ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য পেশাগত সমস্যা সমাধানে এখনও কার্যকর কোন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না বলে জানান। বর্তমান সরকার দীর্ঘ ১৪ বছর যাবৎ ক্ষমতায় থাকা সত্ত্বেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে প্রতিশ্রুতি প্রদান করেছিল(মাননীয় প্রধানমন্ত্রী), তার কোনটাই বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেন। বক্তারা এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এবং উক্ত বিষয়ে একটি কুচক্রী মহল (আমলা) ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন দাবিগুলো বাস্তবায়নে ব্যাঘাত ঘটাচ্ছে বলে জানান।
উল্লেখ্য যে, মানববন্ধন শেষে উপস্থিত সদস্যদের একটি প্রতিনিধি দল উক্ত বিষয়ে চট্টগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে রওনা দেয়।