
নিজস্ব প্রতিনিধিঃ- এ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ
অদ্য ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখার উদ্যোগে উবার ও পাঠাও সহ অ্যাপস ভিত্তিক ডিজিটাল রাইড পরিচালনাকারী কোম্পানিগুলোর অমানবিক পলিসির বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেনঃআব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহবায়ক, অ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখা,কুতুব উদ্দিন, যুগ্ম আহবায়ক, অ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখা,কাজী সোহেল, সদস্য, অ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখা, জাহিদুল ইসলাম, সদস্য, অ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখা,সাগর বড়ুয়া, সদস্য, অ্যাপ বেইজড ওয়ার্কারস্ ফেডারেশন অফ বাংলাদেশ, চট্টগ্রাম শাখাসহ প্রমূখ।
বক্তব্যে বলেন, উবার ও পাঠাও সহ অ্যাপস ভিত্তিক ডিজিটাল রাইড সেবা পরিচালনাকারী কোম্পানিগুলো কর্তৃক চালকদের নিঃস্ব করার পলিসিটির বিরুদ্ধে কিছু দাবি তুলে ধরেনঃ
ক) অ্যাপস নির্ভর রাইড পরিসেবা প্রদানকারী অপারেটিং কোম্পানিগুলোকে ২৫% এর পরিবর্তে সর্বোচ্চ ১০% সার্ভিস চার্জ গ্রহণ করতে হবে।
খ) বাংলাদেশের সর্বক্ষেত্রে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বিবেচনায় প্রতিটি রাইড এর ভাড়া বৃদ্ধির পাশাপাশি বেইজড্, কিলোমিটার ও মিনিট অনুযায়ী ন্যায্য ভাড়া নির্ধারণ করতে হবে।
গ) অপরাধ প্রমাণ ব্যতীত কোন পেশাজীবী চালকের অ্যাকাউন্ট বন্ধ করে কর্মহীন করার মতো ঘৃণিত কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি সকল বন্ধ অ্যাকাউন্ট খুলে দিতে হবে।
ঘ) অপরাধ প্রমাণিত না হলে প্রতিটি বন্ধ একাউন্টের বিপরীতে প্রত্যেক চালককে ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিনের জন্য ১০০০ টাকা হারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
ঙ) কোম্পানি অ্যাপে রাইডে থাকা অবস্থায় যেকোনো দুর্ঘটনায় চালকের অঙ্গহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা ও প্রাণহানির ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা হারে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারকে প্রদান করতে হবে।
চ) কোম্পানি কর্তৃক চালকদের সকল নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং চালকদের বিষয়ে যেকোন আইনী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানি কর্তৃক নির্ধারিত আর্বিট্রেশন বোর্ডের পরিবর্তে রাষ্ট্রীয় শ্রম আইন, আন্তর্জাতিক শ্রম আইন ও আইএলও কনভেনশন অনুসরণ করতে হবে।
ছ) রাইড পরিসেবায় নিয়োজিত যানবাহন গুলোকে যত্রতত্র থামিয়ে গাড়ির পেপার পরীক্ষার নামে প্রশাসনিক হয়রানি কমিয়ে অ্যাপস ভিত্তিক শ্রমিকদের কর্মসময় ব্যয় রোধে সহযোগিতা করতে হবে সহ ১৪ দফা দাবী প্রকাশ করেন।