
নিউজ ডেস্কঃ- চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে সংগঠনের ১ যুগ পুর্তি উপলক্ষে বঙ্গ-অসম সাহিত্য- সাংস্কৃতিক উৎসব শীর্ষক সভা, নতুন গ্রন্থের মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। উদ্বোধক ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোসলেহ উদ্দীন, মনসুর।প্রধান আলোচক ছিলেন সাহিত্যিক ড. অমিত চট্টোপাধ্যায়। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচক ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ তহুরিন সবুর ডালিয়া, পশ্চিমবঙ্গ থেকে কবি সর্বভারতীয় লোকসংস্কৃ তি পরিষদের সভাপতি কবি ও সাহিত্যিক মন্টু দাস, শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, নাট্যজন সজল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, পশ্চিমবঙ্গের কবি ও সাহিত্যিক গোপাল চন্দ্র দাশ, সঙ্গীত শিল্পী জয়শ্রী সিনহা,
ত্রিপুরা বিশিষ্ট কবি নিভা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি লায়ন এম. সবুর, সংগঠক লায়ন সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পী রীমা দে, সঙ্গীতশিল্পী বনানী সরকার, সঞ্চিতা রায়, কবি দীনদয়াল দে, কবি আশীষ সেন, আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটি, মহানগর যুবলীগ নেতা এড. টিপু শীল জয় দেব, সংগঠক পরিমল দত্ত, কবি সজল দাশ, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, রাজনীতিক স্বপন সেন, সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, অধ্যাপক পিন্টু ঘোষ, জাহাঙ্গীর হোসেন, লুপর্ণা মৃৎসুদ্দী, আবৃত্তি শিল্পী সোমা মৃৎসুদ্দী, শবনম ফেরদৌসী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কবি মনজুর আলম, শাহাদাত হোসেন ফিরোজ, নিলয় দে, সিমলা চৌধুরী, নাছির হোসেন জীবন, ছাত্রনেতা মনজুর আলম, ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, মহিউদ্দীন হেলাল, তবলা শিল্পী কানুরাম দে প্রমুখ।