বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মৃত্যুভয় —->অনুপম বড়ুয়া পারু

ইদানিং মৃত্যুভয় আমায় চেপে বসেছে
কোথাও পাইনা তার নিস্তার
যেখানেই যাই মৃত্যুভয় ঘুরে ফিরে চলে আসে
এই জীবনের কোন সুরাহা হলোনা
আবার পরজনম
অনেক যুক্তি দিয়ে বুঝাতে চাই নিজেকে
কিন্তু কোন কিছুতেই রাজি হয়না আমার মন
ঘুরে ফিরেই চলে আসে আবার সেই মৃত্যুভয়
আছার মারি,তবুও কিছুই হয়না তার
যদি মরণটা হয়ে যায় তবে
আমারতো পরজন্মে বিশ্বাস নেই
পুকুরে ডুব দিয়ে আর ভেসে না উঠি যেমন
তেমন একবার মরলে আরতো জেগে উঠবোনা
তখন অসীম শূণ্যে মিলিয়ে যাবো
অসীম অন্ধকারে তলিয়ে যাবো
আমার থাকবেনা কোন অনুভূতি আর
আমার কোন আপনজন খুঁজে পাবোনা আর
আমার অনুভূতি তখন শূন্য হয়ে যাবে
মহাকালে হারিয়ে যাবে আমার সমস্ত সত্তা
সময় চলবে, চলতে থাকবে কিন্তু আমি অনুভূতিহীন,চিন্তাহীন সময় পেরুবো
তবে কেন আমার এই সামান্য জীবন
কেন তবে এই ধরাতলে জন্ম হওয়া
প্রকৃতি তুমি চরম নিষ্ঠুর,তুমি চরম বেহায়া
কেন তবে দিলে এই স্বল্প জীবন
এত বুক ভরা বেদনা দিয়ে তবে কেন আমার বিদায় নিতে হবে
মৃত্যু যদি হয় অসীম অন্ধকারে ডুবে যাবো
একা একা প্রিয়জনহীন
হে প্রকৃতি তোমার কাছে আমার মিনতি আজ
আমায় মৃত্যুহীনতা দাও
আমাকে দাও অফুরন্ত মৃত্যহীনতা
আমি পান কৱি অফুরন্ত জীবনশীলতা
আমি আজন্ম যেন বেঁচে থাকি নিয়ে তোমার কোলে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email