বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মা তুমিই শ্রেষ্ঠ- শরণংকর বড়ুয়া

মা তুমিই শ্রেষ্ঠ-

শরণংকর বড়ুয়া

পৃথিবীর শ্রেষ্ঠ তুমি
বৃহৎ তোমার ভূমিকা,
জন্ম দিয়ে করেছ ঋণী
হয় না তোমার তুলনা।

গর্ভে রেখে কত কষ্ট
করেছ তুমি মা,
সবার চেয়ে তুমিই সেরা
তোমার নাইকো ধারণা।

দিবা রাত্রি সাবধানে থেকে
রক্ষা করেছ আমায়,
এত ভালোবাসা, এত আদর
ভুলিতে পারি না তাই।

কত মল মূত্র করে তোমার
কাপড় করেছি দুর্গন্ধ,
কখনো হওনি বিরক্ত
স্নেহে আদরে দিয়েছ যে ঠাঁই।

প্রতি ক্ষণে ক্ষণে
মনে পড়ে মা তোমায়,
শৈশবের স্মৃতিগুলো
না খেয়ে খাইয়েছ মা,
কান্নায়রত থাকলে আদর
করে বুকে নিতে তোলে।

অনেক বছর ধরে তুমি আছো মা
না ফেরার দেশেতে—
একা ফেলে কোথায় আছো
ঋণী করে রেখে চলে।

মা, ভাবতে পারি না
আজ তুমি নেই আমাদের মাঝে,
তোমার শূন‍্যতা চারিদিকে
নিরব নিস্তব্ধ মনে হয়।

জন্মাজন্মান্তরে তোমারই গর্ভে—
তোমারই আদরে মুগ্ধতায়,
ভালোবাসার পরশে অতি যত্নে
তোমার অভাব যেন পূরণ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email