শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ 

ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ

নিউজ ডেক্সঃ-দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত্ব জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর অফিসার্স অ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত কমিটি আজ ১২ ই মে (সোমবার)আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। উল্লেখ্য, গত ৫ মে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড এর অফিসার্স অ্যাসোসিয়েশন এর নির্বাচন অত্যন্ত সুষ্ঠ, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রায় ৯৯.৩৯% ভোটার তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন, যা নির্বাচন প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা ও অংশগ্রহণের উজ্জ্বল দৃষ্টান্ত।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হযেছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জেনারেল ম্যানেজার (ডিএন্ডসি) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হযেছেন জনাব সাজ্জাদ হোসেন, ম্যানেজার (প্রসেস)। এছাড়া, সহ-সভাপতি পদে কাজী মাহবুবুর রহমান, এজিএম (ডিএলও), সহ-সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ মনজেদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে জনাব সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ পদে জনাব মিজানুর রহমান, কার্যা নির্বাহী সদস্য (ম্যানেজার) পদে জনাব মোঃ আতিকুল আলম, কাৰ্য্য নির্বাহী সদস্য (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে জনাব মিলাদ হোসেন এবং কাৰ্য্য নির্বাহী সদস্য (অফিসার) পদে জনাব নুরুল আফসার নির্বাচিত হযেছেন।

নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের কর্মকর্তাদের মাঝে ইতিবাচক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email