সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম চান্দগাঁও থানার বিশেষ অভিযানে অসামাজিক কাজে লিপ্ত  আটক-০২ জন

চট্টগ্রাম চান্দগাঁও থানার বিশেষ অভিযানে অসামাজিক কাজে লিপ্ত  আটক-০২ জন

নিউজ ডেক্সঃ-  অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) নুরুজ্জামানা, নারী কং/৩০৩৯ শান্তা আক্তার সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ১৬/০৪/২০২৫ তারিখ রাত ০০:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আসামী ০১। মাহি সুলতানা (২০), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-জাহানারা বেগম, সাং-কক্সবাজার বাসটার্মিনাল, সূর্যের হাসি ক্লিনিক এর পাশে, আবুল কাশেম এর বাড়ী, থানা-সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-বহদ্দারহাট, পুকুর পাড়, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান), ০২। তাসলিম আক্তার (২১), পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-শারমিন আক্তার, সাং-আদর্শপুর, চিনি মিয়ার বাড়ী, থানা-সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে-কাপ্তাই রাস্তার মাথা, মামুন কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান)দ্বয়কে মহানগর অধ্যাদেশ আইনের ৭৬ ধারার অপরাধ করাই একই আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email