
বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদ এর আর্থিক সহায়তা পেলেন বোয়ালখালীর রবি ঘোষ
“ধর্ম থাকুক অন্তরে,মানবিক হবো সবার তরে” এই বাক্যটির যথার্থপূু্র্ন মর্যাদা দিতে বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদ সর্ব সময়ে প্রস্তুুত থাকবে বলে জানিয়েছেন অত্র সংগঠনের মহা সচিব দৈনিক শুভেচ্ছা প্রতিদিন এর প্রকাশক ও সম্পাদক সুমন বড়ুয়া।
সার্বজনীন মানবিকতাকে সর্ব সাধারনের ছড়িয়ে দিতে আজ ১১ অক্টোবর শুক্রবার চট্রগ্রাম বোয়ালখালীস্থ, ৬নং পোপাদিয়া,বিধ গ্রাম রাখাল ঘোষের বাড়ী অধিবাসী রবি ঘোষ (৬৫)কে অত্র সংগঠনের পক্ষে আর্থিক নগদ অর্থ মানবিক সহায়তা প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা দীর্ঘদিন অসুস্থ জীবন যাপন করছেন ও অতি জীহ্নতার মধ্যে জীবন অতিবাহিত করছেন রবি ঘোষ। রবি ঘোষের স্ত্রীর নাম বাসনা ঘোষ,ছেলে-লিটন ঘোষ,মেয়ে-শেলী দে(ঘোষ)।
নিউজটি পড়েছেন : ২৪৩