
বাবৌঐফা নেতৃবৃন্দের সাথে পটিয়া উপজেলা নিবাহী অফিসারের শুভ প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ বৌদ্ধ ঐক্য পরিষদ পটিয়া’র নেতৃবৃন্দের সাথে পটিয়া উপজেলা নিবাহী অফিসার মোঃ আলাউদ্দিন ভূঞা জনী মহোদয়ের সাথে বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় পর্ব শুভ প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় উপলক্ষে উপজেলা কার্যালয়ে গত ৯ অক্টোম্বর ২০২৪ ইং বুধবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ ঐক্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ের নিমিত্তে সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন। সংগঠনের পক্ষে শিক্ষক মিলন কান্তি বড়ুয়া, এপেক্সশিয়ান মৃণাল কান্তি বড়ুয়া, সিমাজু বড়ুয়া প্রমূখ নেতৃবৃন্দ পটিয়া উপজেলার ২৩ টি বৌদ্ধ গ্রামের ৪৩টি বুদ্ধ বিহারে স্বতঃস্ফূর্ত ভাবে বৌদ্ধ ধর্মীয় পর্ব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও উৎসব মূখর পরিবেশে ফানুস উত্তোলনে বিগত বছরের মত জননিরাপত্তার স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখার মানসে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। বর্তমান রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতি বিবেচনায় উদ্যোগ গ্রহনের জন্য বৌদ্ধ গ্রামসমূহের চিত্র তুলে ধরেন। নির্বাহী অফিসার মহোদয় আমাদের আবেগ অনুভূতি র কথা মনোযোগ সহকারে শুনেন এবং তিনিও আবেগে আপ্লূত হয়ে বিভিন্ন বুদ্ধ বিহারে ফানুস উত্তোলনে উপন্থিত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি বীর পটিয়ার ঐতিহ্য সংরক্ষণে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদানের সাথে সাথে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপনের সফলতা কামনা করেন। বৌদ্ধদের ধর্মীয় অনুষ্টানাধি যথাযোগ্য মর্যাদায় সুসম্পন্ন করতে বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরও বলেন, কুমিল্লা নোয়াখালী বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠান তিনি দেখেছেন। বাংলাদেশের শান্তি প্রিয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় মর্যদায় অনুষ্ঠিত হউক, তা আন্তরিক ভাবে প্রত্যাশা করেন। পৃথিবীর সকল আধ্যাত্মিক মহামানব গণ মানব কল্যানে মানবতার পথ প্রদর্শন করেছেন। মনুষ্যত্বের বিকাশ সাধন তাঁদের জীবন উৎসর্গ করেছেন। পরিশেষে সিমাজু বড়ুয়া নির্বাহী অফিসার মহোদয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য মূল্যবান ব্যয় করা ও আগামী ১৪ অক্টোবর ২০২৪ ইং বিকাল চার ঘটিকায় পটিয়ার সর্বস্তরের বৌদ্ধ প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বাবৌঐফা এর নেতৃবৃন্দ কে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে উপস্থিত সকল কে শুভ প্রবারণার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে সৌজন্য স্বাক্ষৎ পর্বের ইতি টানেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, শিক্ষক কেনাডম চৌধুরী,কীর্তনশিল্পী তাপস বড়ুয়া, শিক্ষক সনাক বগুয়, শিক্ষক বিপুল বড়ুয়া, শিক্ষক জুয়েল বড়ুয়া, আশীষ বড়ুয়া দেবু, ডাক্তার অনজন বড়ুয়া, প্রদীপ বড়ুয়া প্রমূখ নেতৃবৃন্দ।