শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বেচ্ছায়”আত্মহত্যা” যন্ত্রের প্রস্তুুতকারক এক্সিট ইন্টারন্যাশনাল

ইতিমধ্যে সেই যন্ত্রে প্রবেশ করে ‘শান্তির মৃত্যু’ পেয়েছেন এক নারী। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড়া উঠেছে। খবর সিএনএনেরগোলাকার কফিন আকৃতির ওই যন্ত্রের নাম ‘সারকো পড ক্যাপসুল’।সেই যন্ত্র ব্যবহার করেই প্রথম মৃত্যুবরণ করলেন একজন মার্কিন নারী। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক্সিট ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, ৬৪ বছর বয়সী মার্কিন নারী সোমবার বিকেলে ওই যন্ত্রের পোর্টেবল থ্রিডি-প্রিন্টেড চেম্বারে নিজের জীবন শেষ করেন। তার পরিচয় গোপন রাখা হয়েছে।

যদিও, সুইৎজারল্যান্ডের প্রশাসনের কর্মকর্তারা জানাচ্ছেন, যে বিতর্কিত পড ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়নি।  উল্লেখ্য, কফিনের মতো দেখতে ওই যন্ত্রটি শুয়ে পড়লেই কয়েক মিনিটের মধ্যে ‘কোনোরকম যন্ত্রণা ছাড়াই’ মৃত্যুর কোলে ঢলে পড়বেন ব্যবহারকারী। যন্ত্রটিতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। কফিনে ঢুকে আত্মহত্যায় ইচ্ছুক ব্যক্তিকে একটি বোতাম টিপতে হবে। সেটি টিপলেই নাইট্রোজেন ভরে যাবে ক্যাপসুলটির ভিতরে। নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় ধীরে ধীরে জ্ঞান হারাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে দমবন্ধকর পরিস্থিতি হবে না। কিছু ক্ষণের মধ্যেই হাইপোক্সিয়া এবং হাইপোক্যাপনিয়ায় মৃত্যু হবে ব্যক্তির।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email