সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ও কবিতা

চাটুকার

কবি মিলন কান্তি বড়ুয়া

এদিক ওদিক সবখানেতে সুযোগ সন্ধানী,
সকল কাজের কাজী তারা সাজেন জ্ঞানী।
নীতি আর নৈতিকতার বাজায় বাঁশির সুর,
কথা মালার ফুল ঝুড়িতে আদর্শে ভরপুর।

যার কাছে যায় সেই ভালো তার প্রশংসা,
সদা ব্যস্ত থাকে পরনিন্দা আর পরচর্চা।
চাটুকারিতার নকল চরিত্র হৃদ্যতাপূর্ণ,
স্বীয় স্বার্থ হাসিলেতে নেই কোন কার্পন্য।

চাটুকারিতার অন্তরে শয়তানের কুমন্ত্রণা,
কুটচালে চর দখলের গোপন পরিকল্পনা।
রাজনীতি সমাজনীতি এখন কুলশীত,
হাইব্রিড নেতৃত্বে জনসাধারণ প্রবঞ্চিত।

ক্ষণস্থায়ী জনপ্রিয়তা সময়ে হয় ফাশ,
আখের ঘুছাতেই করে দেশের সর্বনাশ।
ক্ষমতার পালা বদলে চামড়া বদলায়,
চাটুকারের আসল রূপটি প্রকাশ পায়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email