শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“সংস্কারের গতি হতাশাব্যঞ্জক” —–অলি আহমদ

———————–অলি আহমদ



সংস্কার বাস্তবায়নসহ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশাব্যঞ্জক।’ আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী দেশের সকল কর্মকাণ্ডগুলো স্বচ্ছতা ও সততার সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকগুলো নিয়োগ নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। হুজুগের মাথায় লোক-দেখানো কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। এ ছাড়া উপদেষ্টা ও নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। অন্য দিকে অথর্ব, অকর্মণ্য, ধীর গতির ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হবে না, ছাত্র-জনতার রক্ত বৃথা যাবে।’

জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়াও ঠিক হবে না—মন্তব্য করে অলি আহমদ বলেন, ‘এ দেশে একনায়কত্ব স্বৈরশাসন কায়েমকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, টাকা লুণ্ঠনকারী, চাঁদাবাজ এবং জঙ্গিবাদের কোনো স্থান নাই। এই দেশ এখন কারও বাপের সম্পত্তি না। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে। আমরা জানি, বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই কঠিন কাজ। তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে। তা না হলে গণহত্যাকারীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে।’

শেখ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা কুক্ষিগত করার স্বার্থে দেশকে ভারতের কাছে নতজানু করে ফেলেছে মন্তব্য করে অলি আহমদ বলেন, ‘আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারব না। সুতরাং উভয় দেশের সুসম্পর্কের স্বার্থে অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদের আত্মসম্মান ও মর্যাদা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এ ছাড়া, ভারত মনে করে, তারা আমাদের তিন দিক থেকে ঘিরে রেখেছে। তাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, আমরাই বরং তাদের তিন দিক থেকে ঘিরে রেখেছি।’

এক প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘তিনটি কারণে জাতীয় সংগীত পরিবর্তন করা প্রয়োজন। এটা (জাতীয় সংগীত) যখন বানিয়েছিল, তখন দেশ স্বাধীন হবে সম্ভাবনা ছিল না, দেশের কোনো নাগরিক রচনা করেনি, সুর নকল করা হয়েছে। এমন বিভ্রান্তজনক কিছু নিয়ে যদি জাতীয় সংগীত রচনা করা হয়, তাহলে পুরো জাতির জন্য লজ্জাজনক।’

ধর্ম উপদেষ্টার বক্তব্যকে উদ্দেশ্য করে এলডিপি প্রেসিডেন্ট বলেন, ‘তাঁর জানা উচিত, জনগণের মতামতের ওপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। গণভবন কারও বাপের ভবন না বরং জাতীয় প্রতিষ্ঠান। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হল গণভবনে কেন? অন্য জায়গায় নয় কেন? জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন? ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধের ওপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নেই। সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার। আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email