রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন, খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

অষ্টবিংশতি

অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন, খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ





গত ৩১ আগষ্ট ২৪ ইং বান্দরবান পার্বত্য জেলার নীলাচল এলাকায় ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির ভান্তের( এস লোকজিৎ ভান্তের গুরু) প্রতিষ্ঠিত অষ্টবিংশতি বৌদ্ধ বিহার ও বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন, খাদ্যও শিক্ষা সামগ্রী বিতরন সম্পন্ন।

 উদয় প্রসাদ বড়ুয়া,ধীরাজ বড়ুয়া,মৃদুল বড়ুয়া, শিক্ষক বিষু বড়ুয়া,লায়ন সমীরণ বড়ুয়া,সুপর্না বড়ুয়া,হেমা বড়ুয়া যাই।আমেরিকা প্রবাসী রানা বড়ুয়ার দানময় চিত্তে সম্পাদিত ২০ হাজার টাকার চাল,ডাল,তেল আলু ও শিক্ষা সামগ্রী সুবিধা বঞ্চিত ত্রিশজন ম্রো সম্প্রদায়ের ছেলেদের মধ্যে বিতরণ করা হয়।



উক্তানুষ্টানটি  ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির সভাপতিত্বে,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৌদ্ধ জাতীর অহংকার এস লোকজিৎ মহাস্থবির।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email