
“সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ সাধন করতে হবে”
——–ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া
সুরের ভুবন চ্যানেল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুর ও ছন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী সভাটি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ রতন দাশগুপ্ত এর সভাপতিত্বে,শিক্ষিকা রুমা বড়ুয়ার সঞ্চালনায় গত ৩১ আগষ্ট শনিবার বিকাল ৪ঘঠিকায় চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্টিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক শুভেচ্ছা প্রতিদিন এর উপদেষ্টা সম্পাদক, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ সুজন বন্ধু ভট্টাচার্য উদ্বোধনে মুখ্য আলোচক হিসেবে জসীম উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, শিল্পী হানিফ চৌধুরী,শিক্ষিকা রঞ্জনা পাল, মিতালী সেন,শর্মিলা মজুমদার, সারা চাকমা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সুর ও ছন্দ প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় স্হান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিল্পীদের প্রানবন্ত সংগীত পরিবেশনার মাধ্যমে সমাপ্তি হয়।