শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তোমার শুভ জম্মদিন হে জ্ঞানী

তোমার শুভ জম্মদিন

হে জ্ঞানী

প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন মানিকপুর গ্রামে এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে ১ সেপ্টেম্বর ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। পিতা বিশিষ্ট সমাজসেবক বরদা কুমার বড়ুয়া ও মাতা ধর্মপরায়না সুভদ্রা বড়ুয়া (সুমিত্রা)। তিনি ১৯৮১ সালে পালি বিষয়ে বিএ স্নাতক (২য় শ্রেণীতে ১ম ও ফ্যাকাল্টি ১ম) এবং ১৯৮২ সালে এমএ (১ম শ্রেণী ১ম স্থান) ডিগ্রি লাভ করেন। ১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০০০ সালে পালি বিষয়ের প্রথম প্রফেসর পদে পদোন্নতি প্রাপ্ত হন। ১৯৯৭ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে পি-এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ হতে ২০০০ প্রাচ্যভাষা বিভাগের এবং ২০১৩ হতে ২০১৬ পালি বিভাগের প্রথম প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। প্রফেসর বড়ুয়া ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, জাপানসহ নিজ দেশে অনুষ্ঠিত বহু সেমিনার ও সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪ এবং জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা শতাধিক। প্রফেসর বড়ুয়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ পালি সাহিত্য সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি; চকরিয়া বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি এবং বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত প্রাক্তন ট্রাস্টী। ব্যক্তিগত জীবনে ড. বড়ুয়া একজন অত্যন্ত সজ্জন, সদালাপী ও বিনয়ী। তাঁর দু’কন্যা সুদীপ্তা বড়ুয়া সহকারী অধ্যাপক, পালি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দিশারী বড়ুয়া, প্রভাষক, আনোয়ারা সরকারী কলেজ এবং একমাত্র পুত্র প্রদ্যোত শ্রী বড়য়া রাসেল বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার এবং সহধর্মিনী শ্রীমতি সুশান্তি বড়ুয়া স্কুল শিক্ষিকা একজন সদ্ধর্ম পরায়ন মহিলা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email