
উড়ছে রঙ্গিন ঘুড়ি
ফারজানা আফরোজ
পাহাড়ে দাঁড়িয়ে সবুজের হাতছানি
সীমান্ত ছুঁয়ে আকাশেতে চেয়ে দেখি
দক্ষিণ হাওয়াতে পাতাদের ধ্বনি শুনি
শেষ বেলাতে দেখি মায়াভরা গোঁধূলি
সমুদ্রের গর্জনে নীল ঢেউয়ের মিতালি
ছুটল দলে সাদা মেঘেদের সারি
অসীম শূন্যে স্বপ্ন দিয়েছে পাড়ি
শিল্পীর তুলিতে আঁকা যেন ছবিখানি
মনের ঘরে উড়ছে রঙ্গিন ঘুড়ি
থমকে গেছে এখানে সময় খানি
মুক্ত আকাশে মনের কথা বলি
আসুক ফিরে ভালো লাগা সময়গুলি
মন পবনে উড়ছে রঙ্গিন ঘুড়ি
সোনালি স্মৃতিতে বেঁচে থাক দিনগুলি।
নিউজটি পড়েছেন : ১৯৩