
২৭ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক কারবারি আটক
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মীরবাড়ি এলাকায় একটি ফ্ল্যাট বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ০৬৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকার ৫ম তলা বিশিষ্ট একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে আসামি ১। আহাম্মদ ছাফা @ আমু (৫৭), পিতা- মৃত আব্দুল গফুর, সাং-দক্ষিণ শিকলবাহা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম এবং ২। মঞ্জুর আলম (৫০), পিতা-মৃত আজিম উদ্দিন, সাং-গোয়ালিয়া পালং, পোঃ-খুনিয়া পালং, থানা-রামু, জেলা-কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কালে ফ্ল্যাট বাসার ভিতর হতে ০২টি প্লাষ্টিকের বস্তায় বিশেষ কৌশলে রক্ষিত ২৭ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি আহাম্মদ ছাফা @ আমু (৫৭) এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মাদক সংক্রান্তে সর্বমোট ০৫টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি পড়েছেন : ১৬৯