মঙ্গলবার,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ও কবিতা (এসো মাদক মুক্ত সমাজ গড়ি) শিক্ষক মিলন কান্তি বড়ুয়া

এসো মাদক মুক্ত সমাজ গড়ি

শিক্ষক মিলন কান্তি বড়ুয়া

মত্ততা জন্মায় এমন দ্রবই মাদক,
ভয়ংকর থাবার শিখার তরুণ যুবক।
সমাজে সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার,
মৃত্যু ধ্বংস অনিবার্য পাবে না নিস্তার।
সামাজিক প্রথায় তামাক তাম্বুল সেবন,
কৌতূহল বসত প্রথম নেশা দ্রব্য গ্রহণ।
ক্রমশ অভ্যস্ত গাঁজা ইয়াবা মাদক সেবনে,
হিতাহিত জ্ঞানশূন্য হয় মাদকাসক্ত জীবনে।
পরিবার সমাজের গুরুত্বপূর্ণ সংগঠন,
পারিবারিক শিক্ষায় মূল্যবোধ জাগরণ।
নতুনত্ব আনায়নে গ্রহণ করে নেশা,
অকর্মণ্য তরুণ যুবক পায় না দিশা।
অবাঞ্ছিত মোহ আনন্দ লাভের বাসনা,
মাদকের কুফল সম্পর্কে নেই ধারণা।
পারিবারিক পরিমন্ডলে মাদকের প্রভাব,
পদাংক অনুসারে বেপরোয়া মনোভাব।
বেকারত্ব হতশায় ভরা আর্থিক অনটন,
মানসিক অশান্তির এক অন্যতম কারণ।
চোরাপথে আসে দেশী বিদেশি মাদক দ্রব্য,
অর্থলোভী ব্যবসায়ীর কারণে সহজ লভ্য।
দূর্নীতিতে জড়িত অসৎ চোরাকারবারি,
তরুণ যুবককে গড়ে তুলে পাচারকারী।
মাদক গাঁজা ইয়াবা গোপনে সরবরাহ,
অবৈধ জঘন্য অপরাধে জড়াতে উৎসাহ।
মাদকাসক্তি নিয়ন্ত্রণ এখন দ্রুত প্রয়োজন,
সচেতনতা সৃষ্টিতে নানান উদ্যোগ গ্রহণ।
পরিবার সমাজ রাষ্ট্রের দ্বিমত নাই,
ভবিষ্যত বংশধর রক্ষায় এগিয়ে যাই।
দেশ জাতির সম্পদ তরুণ যুবকগণ,
সম্মিলিত প্রচেষ্টা অব্যহত সারাক্ষণ।
আসুন, মাদক মুক্ত সমাজ বিনির্মানে,
পরিবার সমাজ রাষ্ট্র সচেতন প্রশাসনে।
স্ব স্ব অবস্থান থেকে করি পালন দায়িত্ব,
সংরক্ষণ করি স্বাধীনতা সার্বভৌমত্ব।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email