প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ
পালস্ বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত (আই আর আই) এর অর্থায়নে “টাউন হল মিটিং” অনুষ্ঠিত

পালস্ বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত (আই আর আই) এর অর্থায়নে "টাউন হল মিটিং" অনুষ্ঠিত
ডেস্ক নিউজঃ- আজ ২৬ অক্টোবর ২০২৩ইং বৃহস্পতিবার পালস্ বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আই আর আই) এর অর্থায়নে "টাউন হল মিটিং" চট্টগ্রাম কারিতাস হল রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল আলম কমিশনার চট্টগ্রাম মহানগর,বিশেষ অতিথি এম নাসিরুল হক, এডভাইজার বাংলাদেশ আওয়ামী লীগ (চট্টগ্রাম দক্ষিণ) , মিঠুন পাল গুপ্ত সেক্রেটারি ন্যাপ, জেসমিন সুলতানা ফারুল, সাইমা হক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম, রোপি দাশ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, জান্নাতুল ফেরদৌস সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম, এছাড়া ও বিভিন্ন পেশা জীবি -ইমাম,শিক্ষক,ব্যবসায়ী,ছাত্র, শিল্পি,সাংবাদিক, সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে আলোচনা করেন, শান্তিপূর্ণ সহ অবস্থান, দ্বাদশ নির্বাচন কিভাবে শান্তিপূর্ণ হয়, সমসাময়িক ইস্যু, নাগরিকের অধিকার, অংশগ্রহণমূলক নির্বাচন, সহিংসতা না করে শান্তিপূর্ণ সবার অংশগ্রহণ ছিল।
উক্ত অনুষ্ঠানের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এসএম নাজের হুসাইন নির্বাহী পরিচালক আইএসডি, ইকবাল বাহার সাবেরী নির্বাহী পরিচালক চি আর সিডি, উক্ত অনুষ্টান পরিচালনা করেন আবুল বাশার পোকাল আই আর আই প্রজেক্ট এবং পরিচালক,পালস্ বাংলাদেশ সোসাইটি । সঞ্চালনা করেন কলিম উল্লাহ এবং মেহেদী হাসান রিযাদ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.