প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
রাষ্ট্রপতিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) হতে কেবিনে স্থানান্তর
![]()
রাষ্ট্রপতিকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)হতে কেবিনে স্থানান্তর 
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে আজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আবেদীন জানান, রাষ্ট্রপতি ভালো আছেন।
গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।
রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।
সংগৃহীত
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.