প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৫৫৮ জন, মৃত্যু ১২ জন
গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৫৫৮ জন, মৃত্যু ১২ জন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৫৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৪২৪ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকাতে এবং চারজন ঢাকা সিটির বাইরে মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৭৫৭ জন এবং ঢাকা সিটির বাইরে ৪৬৯ জন মারা যান।
চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫১ হাজার ১০১ জন। এর মধ্যে ঢাকাতে ৯৪ হাজার ৬১৮ জন ও ঢাকা সিটির বাইরে এক লাখ ৫৬ হাজার ৪৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।বর্তমানে সারা দেশে মোট আট হাজার তিন জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় দুই হাজার ৩৫৮ জন এবং ঢাকা সিটির বাইরে পাঁচ হাজার ৬৪৫ রোগী হাসপাতালে ভর্তি আছেন।