প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ৯:১১ পূর্বাহ্ণ
ভালো লাগে—- বিশ্বজিত বড়ুয়া
![]()
ভালো লাগে
বিশ্বজিত বড়ুয়া

লাল চাল লাল চিনি,
লাল রুটি চাই রে।
এ সবের দাম আজ,
কী বলি ভাই রে।
গরীবের খাদ্য,
বড় লোক খায় রে!
চোখ মেলে দেখি,
লাইন ধরে যায় রে।
খুব ভালো লাগে,
এগুলো দেখতে।
খিলখিলে হাসি,
এগুলো লেখতে।
ছেঁড়া কাপড় আজ,
ওদেরই ফ্যাশন।
টোকাই হেসে কয়,
আমাদের মতন।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.