শুক্রবার,১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ২৮শে অক্টোবর হতে সরকার পতনের আন্দোলন শুরু ——মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী ২৮শে অক্টোবর হতে সরকার পতনের আন্দোলন শুরু ——মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮শে অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে পূজার ছুটির মধ্যে সরকারকে মানে মানে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া জনসমাবেশকে ঘিরে বিএনপি’র আড়াইশ’ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার বিকালে সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরবর্তী  কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, আগামী ২৮শে অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবো। এখান থেকে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আর থেমে থাকবো না। অনেক বাধা ও বিপত্তি আসবে। সেই সমস্ত বাধা ও বিপত্তি অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করতে আমাদেরকে সামনে ছুটে যেতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের কয়েকটা দিন সময় আছে।

   

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email