প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ
সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন —- ড. আব্দুল মঈন খান
![]()
সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন---- ড. আব্দুল মঈন খান

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে ও আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আরো বলেন, এই আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। এরা জনগণের ইচ্ছাকে পদদলিত করে বারবার ক্ষমতায় এসেছে।
আজ (১৮ অক্টোবর) বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসমাবেশে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশ থেকে বাকশালকে বিদায় করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এই আওয়ামী লীগ সংসদের ভেতরে ১১ মিনিটে গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। আজকে খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় রাজপথে নেমেছি।’
আওয়ামী লীগকে গণপ্রতিনিধিত্বহীন সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলত আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারা এখন বলে দিনের ভোট রাতে দেব। কারণ তারা দিনে ভোট দিলে ১০ শতাংশ ভোটও পাবে না।’
তিনি বলেন, ‘আমরা জানতাম পাকিস্তানি অবকাঠামোর মধ্যে গণতন্ত্র সম্ভব না। এই আওয়ামী লীগও দেশের গণতন্ত্র চায় না, জনগণের বাকস্বাধীনতা দিতে চায় না। ভুয়া উন্নয়নের প্রকল্প নিয়ে মানুষকে খুশি করা যায় না। তা বুঝতে পেরে তারা আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এবার তা সফল হবে না।আন্দোলনের মধ্য দিয়ে এদের বিদায় করে দেশে জনগণের শাসন কায়েম করব।’
জনসমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের সঞ্চালনায় দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.