প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ১২:০৪ অপরাহ্ণ
আমাদের রাসেল—– বিশ্বজিত বড়ুয়া
![]()
আমাদের রাসেল
বিশ্বজিত বড়ুয়া
একটি ছেলে মায়ের কোলে
থাকতো সারাক্ষণ।
আঁচল ধরে থাকতো সে তাই
শান্ত মায়ের মন।
বোনের ছিলো চোখের মণি
ভাইয়ের ছিলো প্রাণ।
সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়
গেয়ে দেশের গান।
বাবাকে পেলে ধরতো সে
গলা জড়িয়ে।
দিনের বেলায় চাঁদের আলো
দিতো ছড়িয়ে।
চুমো দিয়ে ভরে দিতো
বাবার দু’কপোল।
বাবাও জড়িয়ে ধরে
ছেড়ে চোখের জল।
কেমন করে বুঝাই বলো
বাবা খাটে জেল।
জানতো কী আর সোনা মণি
আমাদের রাসেল?
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.