মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ-খুলশী থানাধীন টাইগার পাস পি ডব্লিউ কলোনি শ্রী শ্রীঅদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন ( রক্ষা কালী মন্দির) ও অনাথ আশ্রম এর পক্ষ হইতে মঠাধ্যাক্ষ শ্রীমৎ স্বামী রামানন্দপুরী মহারাজের সার্বিক তত্ত্বাবধানে আজ ১৩ অক্টোবর শুক্রবার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
শ্রীমৎ স্বামী রামানন্দপুরী মহারাজ সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন, এবং বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক ও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য বাবলু বড়ুয়া, চট্টগ্রাম মহানগর পুজা পরিষদের সদস্য সাধন সিংহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।