তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ-অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
আজ ১৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভুমি) মাহবুব আলম, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।