ডেস্ক নিউজঃ- আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ ও ৭৫ বছরপূর্তি উপলক্ষে করণ খাইন মিতালী সংঘের উদ্যোগে বোধন থেকে বিসর্জন পর্যন্ত পূজাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৎমধ্যে সংঘের ৭৫ বছরপূর্তিতে বিজয়া দশমী দিন পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী (এমপি), পটিয়া-১২। সে উপলক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বও শনিবার এমপি মহোদয়ের অফিস কার্যালয়ে করণ খাইন মিতালী সংঘের শারদীয়া দূর্গাপুজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ সেন (বাবলু) ও সাধারণ সম্পাদক অভিজিৎ দে (পুতুল) এর নেতৃত্বে সৌজন্য স্বাক্ষাৎ করেন। আরো উপস্থিত ছিলেন সংঘের সদস্য সাজু দে, টিটু দে, বিপ্লব নন্দী, জুলেয় দে, নয়ন ঘোষ, অভি দে, পিয়াল দে, রিয়েল দে, শুভ দে প্রমুখ ।