মনিরামপুর প্রতিনিধিঃ- মনিরামপুরের “সমবায় অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃকরণ” প্রকল্পের আবর্তক ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১২অক্টোবর)সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ৩১৫জন উপকারভোগীদের মধ্যে ১লাখ৫ হাজার করে সর্বমোট ৩ কোটি ৩০ লাখ ৭৫ হাজার টাকার আবর্তক ঋনের চেক বিতরণ করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম এর সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রকল্প পরিচালক ও খুলনা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মিজানুর রহমান, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, যশোর জেলা সমবায় অফিসার এস এম মঞ্জুরুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পার্থ প্রতিম রায় সহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।