প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৩, ৬:২৮ অপরাহ্ণ
এমন দিনও আসে ——দীপিকা বড়ুয়া

এমন দিনও আসে
দীপিকা বড়ুয়া
ইচ্ছে করে পাখির মত পাখনা মেলে উড়তে।
ইচ্ছে করে সমুদ্রে সাঁতার কেটে জলের মধ্যে ভাসতে।
ইচ্ছে করে পাহাড় ডিঙ্গোতে ডিঙ্গোতে পাহাড় চূড়ায় উঠতে।
ইচ্ছেগুলো মাঝে মাঝে অতি নিম্নেও যেতে চায়।
যেমন মাটি ফুঁড়ে পাতালেও প্রবেশ করতে মন চায়।
জগত সংসারের মায়া ত্যাগ করতেও উঠেপড়ে লাগে।
এই চাওয়া পাওয়ার ইচ্ছা অনিচ্ছার হিসাব মিলাতে মিলাতে
মানুষের একদিন মৃত্যুই অবধারিত হয়।
সবকিছু অবিদ্যা,অজ্ঞতা থেকেই সৃষ্ট,তাই মধ্যপথই শ্রেষ্ট পথ।
নির্বিকার, নির্লোভ,নিরহংকারী, মানবিক জীবনযাপন।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.