প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ণ
-“ছুটির ঘন্টা”——>কবি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া।
![]()
"ছুটির ঘন্টা"
কবি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া।
সকলের হয়তো বেজে উঠবে
একদিন ছুটির ঘন্টা,
কেঁদে উঠবে প্রকৃতি
নিভে যাবে সৃষ্টির মনটা।
সৃষ্টির উপর বেচে থাকবে
আমাদেরই প্রিয়জন,
রহস্যে ঘেরা পূর্ণতায় ভরা
তাকিয়ে দেখবে মানুষজন।
বাজবেই একদিন ছুটির ঘন্টা
থাকবেনা আর কারো শ্বাস,
দুনিয়াতে আসছো একা-যাবে একা
হারায়ে তবে তোমার নিশ্বাস।
নির্বাক হয়ে দেহখানি
পরে থাকবে একা,
নিথর দেহে থাকবে না বায়ু
কখনো পাবে না কারো দেখা।
খালি হাতে যেতে হবে
হয়ে পরপারের যাত্রী,
কেউ হবেনা তখন তোমার সঙ্গী
হবেনাতো কেউ প্রিয় পাত্রী।
এ দুনিয়ায় নয়তো কেউ আপন
আপন ভেবে পেতে হয় কষ্ট,
কলুষিত এই সমাজ আজ
হয়ে গেছে এক্কেবারে নষ্ট।
জন্ম নিলে মৃত্যুর স্বাধ
সকলকে নিতেই হবে,
কর্মের ঘন্টা ছুটির ঘন্টা
সময়মতো বেজে উঠবে।
সৎ কর্ম করে তৈরি হতে হবে
বাজবেই ছুটির ঘন্টা,
বিদর্শন ভাবনায় আসবে মুক্তি
নিয়ন্ত্রণ করবে নিজের মনটা।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.