প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিটি কর্ণফুলী থানা এলাকা হতে আসার পথে পথে পটিয়া ট্রাফিক বক্সের সামনে আসতেই এক্সেল ভেঙে ডানপাশে এক রেগুনা কে ধাক্কা মারে। তৎক্ষণাৎ সিএনজিতে থাকা পাঁচ জন যাত্রীর মধ্যে সামনের ড্রাইভারের পাশে বসা মোহাম্মদ আলী নামে এক যাত্রী গুরুতর আহত হন।
আহত ব্যক্তির মোহাম্মদ আলীর ভাষ্যমতে, হামজারবাগ, চার রাস্তার মোড় রহমান স্কুল, ঠিকানা জানা যায়।ড্রাইভারের নাম শাহিন আলম, তিনি আহত ব্যক্তির চিকিৎসা সেবার দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকেন।
টিআই পটিয়া জনাব অমলেশ বাইন, শ্রমিক সংগঠক মোহাম্মদ বদিউল আলম ও পটিয়াস্থ আল জিলানী সুপার শপ এর স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুল ইসলামসহ স্থানীয় জনগণের সহযোগিতায় আহত ব্যক্তি যথাপোযুক্ত চিকিৎসা সেবা পেতে চলছেন।
উল্লেখ্য যে সিএনজিটি এখনও পর্যন্ত ট্রাফিক পুলিশের হাতে জব্দ রয়েছে।