শুক্রবার,১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিচারপ্রার্থী জনগণের আদালতে বিশ্রামের জন্য চট্টগ্রাম আদালতে ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বিচারপ্রার্থী জনগণের আদালতে বিশ্রামের জন্য চট্টগ্রাম আদালতে ন্যায়কুঞ্জের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

“আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম অবিচ্ছেদ্য অংশ বিচার প্রার্থী জনগণের আদালতে যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করা। দেশের প্রত্যেক জেলা আদালতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা শত শত বিচার প্রার্থীর সমাগম হয়। কিন্তু তাদের জন্য বসার ও বিশ্রামের কোন ব্যবস্থা ছিলনা। এসব বিচার প্রার্থীদের দুর্ভোগ লাগবে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়ের উদ্যোগে সরকার প্রতিটি আদালত ভবন এলাকায় ন্যায়কূঞ্জ নামে একটি বিশ্রামাগার নির্মানের উদ্যােগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম আদালত ভবনেও আইন মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ৫২ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত অধিদফতর এই নতুন ন্যায়কুঞ্জ নির্মাণ করেছে। ২৫ সেপ্টেম্বর, ২০২৩খ্রি. তারিখে সোমবার বিকাল ৪.৩০ ঘটিকায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ভার্চুয়ালী চট্টগ্রাম ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আদালতে আসা সাধারণ মানুষের দুর্দশা দূর করতে সরকার এই উদ্যোগ গ্রহণ করে। এর ফলে মানুষের কষ্ট কিছুটা দূর হবে। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঞা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব, গোলাম সরওয়ার, সুপ্রিম কোর্টের মাননীয় রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী বক্তব্য রাখেন। এসময় চট্টগ্রামের মাননীয় মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা, বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, সরকারি কৌসুলি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিচার বিভাগ এর সকল বিজ্ঞ বিচারক, সরকারি কৌঁসুলি এবং আইনজীবী সমিতি নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা মহোদয় এবং মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা মহোদয় উপস্থিত  ২০২৩-০৯-২৬তারিখ ৭ঃ১৮ মিনিট সকলকে নিয়ে কেক কেটে এবং দোয়া পরিচালনা পূর্বক ন্যায়কুঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সকলকে নিয়ে নির্মিত ন্যায়কুন্জ পরিদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email