প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ
“করি পুণ্য” ——- কবি- অজয় বড়ুয়া
![]()
"করি পুণ্য"
কবি- অজয় বড়ুয়া
হায়রে সময় করে মধুময়
কত দ্রুত চলে যায়,
নয়ন পলকে অপলক চোখে
থাকি চেয়ে অসহায়
তেমনি করেও জীবন তরীও
যায় তো ভেসে যায়,
হেলায় ফেলায় সময় যে যায়
বহু আশায় আশায় ।
যাবেই হারিয়ে সবই ফুরিয়ে
জীবন আলোর দীপ,
একত্রিশ ‘ভূ’তে চাইনা ঘুরতে
মুক্তির খুঁজি প্রদীপ।
চাহিদার পিছে ছুটা হবে মিছে
করি লোভ-দ্বেষ শূন্য,
মুক্তি চাই যদি আর্য্য পথ নিধি
কায় মনে করি পুণ্য ।
মানব জীবন সার্থক জীবন
তখনই চির ধন্য,
সকাল বিকাল ইহ পরকাল
উন্মুক্ত সুখের জন্য।।
*********
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.