হারালো যে কখন যৌবন বার্ধেক্যে পদার্পণ এখন
তা উঁকি দেয় মনে,
আঙিনায়-মাঠে-হাটে-ঘাটে দিন রাত কতই যে কাটে
সে স্মৃতি কাছে টানে।
দাপিয়েছি স্ব ইচ্ছে সহজে মানিনী যে হার কোন কাজে
চঞ্চল ছোট বেলা,
মন যত দিয়েছে আদেশ সফলতায় ছুটেছে বেশ
চলে এমন খেল।
মনে পরে সেই সব দিন মনকেই করে যে মলিন
ব্যথা জাগেনা কার!
জ্বরা ব্যধি রোগ কাছে টানে হতাসা কষ্ট আসে সমানে
মৃত্যু দেবেনা ছাড়!
*********