প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ
দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের ব্যবস্থাপনায় সুষ্ঠু পরি সমাপ্তি হলো কবি ও গবেষক বিশ্বজিৎ বড়ুয়ার ৫৬ তম জন্মদিন পালন
![]()
দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের ব্যবস্থাপনায় সুষ্ঠু পরিসমাপ্তি হলো কবি ও গবেষক বিশ্বজিৎ বড়ুয়ার ৫৬ তম জন্মদিন পালন
জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, এই স্লোগানকে অন্তরস্থ করে জীবনে হোক কর্মে আলো।
মোহাম্মদ জমির উদ্দিন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ- দৈনিক শুভেচ্ছা প্রতিদিন পাঠক ফোরামের সম্মানিত সভাপতি কবি ও গবেষক বাবু বিশ্বজিৎ বড়ুয়ার ৫৬ তম জন্মদিন উপলক্ষে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন এর ব্যবস্থাপনায় কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমিতে পহেলা সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৫ ঘটিকায় এক আনন্দঘ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্মানিত উপদেষ্টা সম্পাদক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম সিলেট ফ্রেন্ডশিপ সংগঠনের উপদেষ্টা লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সহযোগী সম্পাদক, বাংলা একাডেমির ও পুরস্কার প্রাপ্ত, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক রাশেদ রউফ,
উক্ত অনুষ্ঠানটিতে স্বাগত ভাষণ প্রদান করেন, আচার্য দীনেশ চন্দ্র সেন রিচার্জ সোসাইটি (ভারত) হতে স্বর্ণপদক সম্মান প্রাপ্ত,দৈনিক শুভেচ্ছা প্রতিদিন সম্মানিত উপদেষ্টা সম্পাদক ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক জিতেন্দ্র লাল বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত, রিশো কোসই কাই এর সম্মানিত পরিচালক (শিক্ষা) বাবু কাঞ্চন বড়ুয়া, বাবু দিবাকর বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিষ্টার (তথ্য),কবি ও গবেষক, দৈনিক শুভেচ্ছা প্রতিদিন পাঠক ফোরামের সম্পাদক নাসিক আব্দুল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য ও আবৃত্তি দিয়ে অনুষ্ঠানকে আরো আনন্দঘন করে তুলেছেন, কবি আশীষ সেন, কবি শরনংকর বড়ুয়া, ফারজানা আফরোজ, বিজয় শংকর চৌধুরী, প্রিন্স বিশ্বজিৎ বড়ুয়া, জয়মালা বড়ুয়া,প্রকৌশলী জিতা সরকার স্নিগ্ধা, সাইমুর জামান।
বক্তারা বলেন, যাহা কল্যাণকর, আনন্দদায়ক ও মানুষের মনকে অনুপ্রেরণিত করে তা বারংবার করা উচিত। তেমনি জন্মদিন উদযাপন ও মানুষের একটি প্রেরণার উৎস।তাই এই অনুষ্ঠান উদযাপন করা মানুষের বিনোদনের অংশবিশেষ।সকল বক্তারা কবি ও গবেষক বিশ্বজিৎ বড়ুয়ার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেণ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কবি আব্দুল্লাহ মজুমদার, টিপলু বড়ুয়া,সজল দাস, অচিন্ত্য কুমার, জয় শান্ত বড়ুয়া,মোঃ আসিফ ইকবাল,সাংবাদিক মোঃ রোকন উদ্দিন জয়, সুপ্রীতম বড়ুয়া, প্রাচী বিশ্বজিৎ বড়ুয়া, মনোজ বড়ুয়া অপু, ডাক্তার অজিতেশ বড়ুয়া চৌধুরী, হিল্লোল বড়ুয়া, গৌরব বড়ুয়া, অনিমা বড়ুয়া, এটি বড়ুয়া, সুমি বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সুষ্ঠু সঞ্চালনের মাধ্যমে আরো প্রাণবন্ত কে রেখেছেন দৈনিক শুভেচ্ছা প্রতিদিন পাঠক ফোরামের সহঃ সাধারণ সম্পাদক শিক্ষিকা রুমা বড়ুয়া।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.