বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম জেলার বাঁশখালীস্থ শীলকূপ গ্রামে ভূমিদস্যুদের আধিপত্য দিন দিন বেড়েই চলেছে। অবৈধভাবে ত্রুটিপূর্ণ নথি সৃজন করে সাধারণ মানুষের জমি হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত এই ভূমিদস্যু চক্র। এসব ভূমিদস্যুদের মধ্যে অন্যতম হলো শীলকূপ গ্রামের বাসিন্দা নোবেল কান্তি বড়ুয়া। সম্প্রতি ঘটে যাওয়া তার জমি দখলের বিভিন্ন কর্মযজ্ঞ এলাকায় ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন আগে একই গ্রামের বাসিন্দা জয়সেন বড়ুয়া’র উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে হিস্যামতে জমির অংশ পাবে বলে দাবি করে ভূমিদস্যু নোবেল গংরা। তাছাড়া জয়সেন বড়য়া ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে এবং জয়সেন বড়ুয়ার খতিয়ানভুক্ত জমিতে জোরপূর্বক সীমানা পিলার স্থাপন করে জমি দখল করার অপচেষ্টা চালায়। এদিকে জয়সেন বড়ুয়া প্রাণনাশের ভয়ে ও নোবেল গং কর্তৃক বেআইনিভাবে জমি দখলের অপচেষ্টা রোধ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর বিগত ২৭/০৮/২০২৩ইং তারিখে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আবেদন প্রেরণ করে। ওই আবেদনের কপি সরকারি সুনিশ্চিত মিডিয়ার মাধ্যমে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডি নং- ৩৫৫), বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এডি নং-৩৫৪ ), শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (এডি নং- ৩৫২) ও শীলকূপ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউ.পি সদস্য (এডি নং-৩৫৩)-কে ডাক যোগে পাঠানো হয়। এ ব্যাপারে জয়সেন বড়ুয়া ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সর্বস্তরের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বলে সূত্রে প্রকাশ।