প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৩, ৫:২৩ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( ট্রাফিক) উত্তর বিভাগের আয়োজনে ট্রাফিক সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
![]()
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ( ট্রাফিক) উত্তর বিভাগের আয়োজনে ট্রাফিক সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
মোহাম্মদ জমির উদ্দিন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-যানবাহন পরিচালিত হোক নিরাপদে ও ড্রাইভার-হেলপার থাকুক স্বযত্নে এই মানবিক স্লোগানকে অন্তঃর্স্থ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক (উত্তর বিভাগ) এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম মোহরা এলাকায় ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন এর সঞ্চালনায় ট্রাফিক এডিসি (উত্তর বিভাগ) এর সভাপতিত্বে এক সচেতন মূলক ও নিরাপদ সড়ক পরিচালনার প্রশিক্ষণ কর্মশালা গত ৩০ শে আগস্ট বুধবার মোহরাস্থ একটি কমিউনিটি সেন্টারে সুসম্পন্ন হয়।
উক্ত সচেতন মূলক কর্মশালায় ট্রাফিক এডিসি (চট্টগ্রাম উত্তর বিভাগ) বলেন, দুর্ঘঠনা এড়িয়ে চলতে ট্রাফিক আইনগুলো সচেতনভাবে মেনে চলতে হয়। শুধু ড্রাইভার কিন্তু হেলপার নয় দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সাধারণ জনগণ কে ও ট্রাফিক আইন সচেতন হতে হয়।তিনি আরো বলেন, ১৮ বছরের নিচে যে সকল পরিবহন শ্রমিক রয়েছে তাদের দ্বারা মূলত অনিরাপত্তা ভোগে পরিবহন সেক্টর। কারণ একজন অপরিপক্ক শ্রমিকের দ্বারা একটি পরিপক্ক আইন ব্যবস্থার প্রভাবিত করা যায় না। এছাড়াও তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ ট্রাফিক সচেতন মূলক উপদেশ প্রদান করে থাকেন। এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগের এসি উপস্থিত ছিলেন।
উক্ত সচেতন মূলক কর্মশালায় সচেতন মূলক বক্তব্য রাখেন, মহড়া ট্রাফিক ইন্সপেক্টর, প্রবর্তক ট্রাফিক ইন্সপেক্টর, বহদ্দারহাট ট্রাফিক ইন্সপেক্টর, মুরাদপুর ট্রাফিক ইন্সপেক্টর অক্সিজেন ট্রাফিক ইন্সপেক্টর,
এছাড়াও ট্রাফিক বিভাগের বেশ কয়েকজন ট্রাফিক সার্জন, কনস্টেবলসহ অনেক পরিবহন মালিক উপস্থিত ছিলেন।
পরিবহন শ্রমিক এর পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ জয়নাল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ করিম, সজীব চৌধুরী, কামাল, জসিম, মোহাম্মদ হোসেন, জীবন দাস , আকবর,জমিস,রমিস,ফোরকান,সাজ্জাদ,ফজল করিম,হাসান, শাহাদাত, রফিক, লিটন, নাজিম, এরশাদ,সন্তোষ ,সুদত্ত প্রমুখ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.