তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ-পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শাহাজিদ হোসেন শানজিদ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা রাতে তিরনইহাট বাজারের জাতীয় মহাসড়কে ইয়াবা বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়। আটককৃত শানজিদ ওই এলাকার মৃত.ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তপন কুমার রায় এর নেতৃত্বে এস আই জাহিদুল ইসলাম, এএস আই ওমর ফারুক সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে উপজেলার তিরনইহাট বাজারের জাতীয় মহাসড়কে বিক্রি করার সময় একটি সিগারেটের প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবাসহ শাহাজিদ হোসেন শানজিদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘ দিন ধরে অত্র উপজেলায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শানজিদ নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।