প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৩, ৯:১০ পূর্বাহ্ণ
চিন্ময়ের বিশ্বজয় ——বিজয় শংকর চৌধুরী
![]()
চিন্ময়ের বিশ্বজয়
বিজয় শংকর চৌধুরী
- চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা গ্রামে ১৯৩১ সালের ২৭শে আগস্ট শ্রী চিন্ময় ঘোষ জন্ম গ্রহণ করেন। পিতা-শ্রী শশী কুমার ঘোষ,রত্নগর্ভা মাতা শ্রীমতী যোগমায়া ঘোষের কনিষ্ঠ সন্তান শ্রী চিন্ময় কুমার ঘোষ( মাদল)। কৈশোরে তিনি পন্ডিচেরীতে ঋষি শ্রীঅরবিন্দ আশ্রমে শিক্ষা জীবন অসম্পন্ন করেন এবং যৌবনে ১৯৬৪ সাল থেকে নিউইয়র্কে কর্মজীবন সমাধা করেন। শ্রী চিন্ময় এই সময়ের একজন প্রখ্যাত ধ্যান শিক্ষক, লেখক, শিল্পী, ক্রীড়াবিদ,সংগঠক। তবে তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্ব শান্তির অগ্রদূত। মানবাত্মার পরিপূর্ণ বিকাু আর সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ক্লান্তিহীন কাজ করেছন নতুন নতুন ক্ষেত্রে, যেমন- ভারোত্তোলন, শান্তির মশাল মিছিল, আনন্দ -দিন, সৃজনশীলতার বাণী প্রচার করেছেন।
শ্রী চিন্ময় ১৯৭০ সাল থেকে জাতিসংঘের পীস মেডিটেশনের নেতৃত্ব দিয়েছেন। তিনি কোন বিশেষ ধর্মের বাণী প্রচার করেননি। শ্রী চিন্ময়ের মতে ছিল স্রষ্টা একজনই এবং পৃথিবীতে ধর্ম একটা-ই মানব ধর্ম।
তিনি তেরো হাজার বাংলা গান রচনা করে গেছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত ম্যারাথন টীম বিশ্বব্যাপী দৌড় ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে প্রতি বছরই। "ঝর্নাকলা" নামে খ্যাত তাঁর চিত্রশিল্পে রয়েছে বহু বর্ণিল ও নানা চিন্তার সমাহার। আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সিদ্ধার্থ শংকর রায় তাঁর বহুমুখি প্রতিভার প্রশংসা করে বলেছিলেন " শ্রী চিন্ময় হচ্ছেন একবিংশ শতাব্দীর বিশ্ব মানব। " আজ শ্রী চিন্ময় সেন্টার গড়ে উঠেছে পৃথিবীর ৭০ টির বেশি দেশে। বাউল রূপে বাঙালি হৃদয়ের মর্ম বাণী তিনি বিশ্ব - মানবের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁর ভাষায় ঃ " বাঙালির গান অবাঙালি আজি পরমানন্দে গাহিছে, বাঙালির সাথে দুনিয়ার হিয়া ফুটিয়ে, হাসিছে,নাচিছে। "
বাঙালি এই সাধকের প্রবল অনুরাগী ছিলেন প্রিন্সেস ডায়ানা, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও ফাস্ট লেডি গ্রাবার, বিশ্ববিখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশংকর আরও অনেকে। পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিলন শ্রী চিন্ময়। উনার সম্পর্কে পৃথিবীর
বিশিষ্টজন মন্তব্য দিয়েছিলেন,তারা হলেন- প্রসিডেন্ট মিথাইল গর্বাচভ, প্রেসিডেন্ট মেন্ডেলা,মাদার তেরেসা, উ থান্ট জাতিসংঘের তৃতীয় সেক্রেটারি জেনারেল, আর্চ বিশপ ডেস্মন্ড টুটু, প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপাই, প্রিন্সেস ডায়ানা, হুমায়ন রশীদ চৌধুরী, জাতিসংঘের ৪১ তম সাধারণ পরিষদের সভাপতি। শ্রী চিন্ময় ১১ অক্টোবর, ২০০৭সালে মৃত্যু বরন করেন।
আজ ২৭ আগস্ট শ্রী চিন্ময় ঘোষের শুভ জন্মদিনে বিনম্র শ্রদ্ধা । উঁনার জন্মভূমিতে আজ মেডিটেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.