চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশিপ পরীক্ষা ২০২৩ এর সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি সংলগ্ন সমাদর কমিউনিটি সেন্টারে আজ ২৬ আগস্ট ২০২৩, শনিবার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী দুই পর্বে অনুষ্ঠিত উক্ত পরীক্ষায় (নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত) সর্বমোট বিজয়ী ৫১০ জন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। উভয় পর্বে স্বাগত বক্তব্য রাখেন পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশিপ পরীক্ষার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রতন দাশ গুপ্ত। প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. লিপি ভৌমিক, আওয়ামী লীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, পাথরঘাটা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জনা পাল, মেরন সান স্কুল এন্ড কলেজ বহদ্দারহাট শাখার শিক্ষক অনামিকা বড়–য়া প্রমুখ। ২য় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীর দেউরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুমা বড়–য়া। এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলার আবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুকতাদের আজাদ খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত নেপাল ইতিহাস মঞ্চের চেয়ারম্যান ব্যাংকার দুলাল কান্তি বড়–য়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সারাহ চাকমা, পাথরঘাটা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জনা পাল, মেরন সান স্কুল এন্ড কলেজ বহদ্দারহাট শাখার শিক্ষক অনামিকা বড়–য়া প্রমুখ।