চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ- আজ ২৬ আগষ্ট শনিবার গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আন্দরকিল্লা মোডে ডেঙ্গু প্রতিরোধে জমায়েত বিশিষ্ট শ্রমিক নেতা রাজা মিয়ার সভাপতিত্বে সিন্সন ভৌমিক ও দিলরুবা খানম ছুটির সন্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ব গবেষক লেখক ডা. মাহফুজুর রহমান।
বক্তারা বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার কোন বিকল্প নেই।
ডাক্তার, ইন্জিনিয়ার,সহ শ্রেণি,পেশার মানুষকে নিয়ে পাড়ায় মহল্লায় ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করা,দ্রুত কার্যকর ব্যাবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন,জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ নিতে দাবী জানান।
অনতিবিলম্বে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি হাসপাতালে বিনা মূল্যে পরীক্ষা ও চিকিৎসা চালু করতে দাবী জানান।
বক্তব্য রাখেন শফি উদ্দিন কবির আবিদ,মশিউর রহমান খান,এম নরুল হুদা চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিন্সন ভৌমিক, শেখ গো. রাজু,হাসিনা আক্তার, কাজী রাজেস ইমরান,মো. জানে আলম,মোরশেদ আলম,চৌধুরী জসিমুল হক, লিটন ব্যানার্জি, এম কাইছার উদ্দীন প্রমুখ।