নিজস্ব প্রতিনিধিঃ- র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে বিক্রির উদ্দেশ্যে কুমিলস্না হতে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৩ অক্টোবর ২০২২ ইং তারিখ রাত১২ঃ৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফতেহপুর এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় একটি পিকআপ তলস্নাশী করে আসামী ★আব্দুলস্না আল নোমান (২৫), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- পূর্ব মায়ানী, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম এবং ★ আশরাফ উদ্দিন সাকিল (২১), পিতা- মৃত নূর নবী, সাং- বারোবকুন্ড, থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদ্বয়কে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত পিকআপের পিছনে মালামাল বহন করার জায়গায় ০২ টি পস্নাস্টিকের ব¯ত্মার ভিতর হতে মোট ২৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিলা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশিস্নষ্ট থানায় স্থানান্তর করা হয়েছে।