ডেক্স নিউজঃ- আজ ২০ আগষ্ট রবিবার বিকালে জেলা প্রশাসক, চট্টগ্রামের সরকারি নম্বরটি ক্লোন করে বিভিন্ন নম্বরে ফোন করে টাকা চাওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এর আগে ক্লোনকৃত নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া হলে তাদের খটকা লাগে। পরবর্তীতে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন ধরেনি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলা প্রশাসকের সরকারি নম্বরটি ক্লোন করে +3801713104332 নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে মর্মে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাই উক্ত নম্বর থেকে ফোন করা হলে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বলেছেন জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক, চট্টগ্রাম। ইতোমধ্যে কোতোয়ালি থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।