চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-শোকবহ ১৫ আগষ্টকে স্মরনে গত ১১ আগষ্ট ২০২৩ ইং শুক্রবার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা ও "কবিতায় বঙ্গবন্ধু" শীর্ষক আবৃত্তি সন্ধ্যা আয়োজিত হয়।কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কবি অরূপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক কবি সুমন রহমান, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী লায়ন শওকত উল ইসলাম, চট্টগ্রাম একাডেমি পরিচালক জাহাঙ্গীর মিঞা, সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও অন লাইন পত্রিকা সম্পাদক নান্টু বড়ুয়া
সুস্মিতা বড়ুয়া তূর্ণার দেশাত্ববোধক গানের সাথে মনোজ্ঞ নৃত্যের সাথে অনুষ্ঠানে সূচনা হয়।
কবি ও আবৃত্তি শিল্পী বনশ্রী বড়ুয়ার চমৎকার সঞ্চালনায় শুরুতে বিশিষ্ট আবৃত্তি শিল্পী ঈশিতা দাস অধিকারী সংকলন ও নির্দেশনায় কবিতা আলেখ্য "তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা" পরিবেশিত হয়।
এর পর একক আবৃত্তি ও পাঠ করেন সংগঠনের উপদেষ্টা আবৃত্তি শিল্পী সুপ্রিয় কুমার বড়ুয়া, কবি শিরিন আফরোজ, কবি মার্জিয়া খানম, কবি স্মরণিকা চৌধুরী, কবি সিমলা চৌধুরী, অধ্যাপিকা শিউলি বড়ুয়া, কবি ফয়েজ্জুনেসা মিলি, কবি তটিনী বড়ুয়া, দীপান্বিতা বড়ুয়া, কবি শামীমা ফাতেমা মুন্নী, রূপকথা তালুকদার, কবি বনশ্রী বড়ুয়া, কবি শিশির আজাদ চৌধুরী, ইলা বড়ুয়া, নোটন দাশ, মোঃ হাবিবুর রহমান, কবি জাহাঙ্গীর আলম, কবি আলমগীর হোসেন, কবি মানস কুমার বড়ুয়া, রায়হান হাসিব, কবি মাহবুবা চৌধুরী, কবি শ্রাবন্তী বড়ুয়া, কবি ফারুক আহম্মদ, কবি মোঃ নেছার, সৌমিক বড়ুয়া, বিশিষ্ট ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, উপস্হাপিকা দিলরুবা খানম ছুটি, কবি মঞ্জুর আলাম, কবি শাহীন ফেরদৌসী কবি শবনম ফেরদৌসী ও সংযুক্তা চৌধুরী।
প্রনব রঞ্জন চৌধুরীর বঙ্গবন্ধুর ৭ই ভাষনের অনুরূপ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।