প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
আবহাওয়ার পূর্বাভাস—আবহাওয়ার পূর্বাভাস
![]()
★আবহাওয়ার পূর্বাভাস★
আজ ১২আগষ্ট সন্ধ্যা ০৬ টা হতে আগামীকাল ১৩আগষ্ট সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসঃ
আবহাওয়াঃ আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে, অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে, কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রাঃ রাত ও দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আগামীকাল ১৩আগষ্ট সূর্যোদয়ঃ ভোর ০৫ টা ২৯ মিনিট সূর্যাস্তঃ সন্ধ্যা ০৬ টা ২৬ মিনিট।
আগামীকাল ১৩ আগষ্ট কর্ণফুলী নদীর জোয়ার-ভাটার সময় সূচীঃ
১ম জোয়ার শুরু-ভোর ০৫ঃ২৯ মি
১ম ভাটা শুরু-সকাল ১১ঃ৩২ মি
২য় জোয়ার শুরু-সন্ধ্যা ০৬ঃ১২ মি
চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবানীঃ নাই।এবং চট্টগ্রাম নদী বন্দরের জন্য সতর্কবানীঃ ০১ (এক) নম্বর নৌ-সতর্ক সংকেত।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.