প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৩, ৪:৫১ অপরাহ্ণ
“টাকার খেলা”——- -জিতেন্দ্র লাল বড়ুয়া
![]()
"টাকার খেলা"
-জিতেন্দ্র লাল বড়ুয়া
এক শ্রেণির মানুষেরা
করছে টাকার খেলা,
হুশ নাই এতে কারো
বয়ে যাচ্ছে বেলা।
কেউ ঘুমায় ফুটপাতে
কেউবা অট্টালিকায়,
এ ভাবেই কাটে দিন
মানবতাকে কাঁদায়।
কেউবা ঘুমায় কুঁড়েঘরে
কেউবা মরে অনাহারে,
আবার এক শ্রেণির মানুষেরা
টাকার পাহাড় গড়ে।
টাকায় বাড়ে অহংকার
বিবেক শূন্য হয়,
টাকার জোরে অন্ধ হওয়া
কারো কাম্য নয়।
বহুরূপী টাকার খেলায়
নিত্য হাসি হেসে,
সত্যটাকে চাপা দিয়ে
নিরীহ যাচ্ছে ফেঁসে।
টাকার পিছে ছুটছে মানুষ
যার যার কাজে,
ন্যায়-অন্যায় বুঝতে চায়না
অপরাধী সাজে।
হালাল হারাম বুঝেনা কিছু
টাকার লোভে পড়ে,
দুর্ণীতিতে অভ্যস্থ যেজন
শুধু টাকা টাকা করে।
টাকায় হয় ক্ষমতা
টাকায় হয় নেতা,
টাকার নেশায় বিভোর যখন
থাকে না কারো নৈতিকতা।
টাকা দিয়ে সব হয়না
কেনা যায়না মন,
সৎ পথে চলার মানুষ
আছে কয়জন।
জগতে আছে প্রয়োজন টাকার
সৎ পথে করো উপার্জন,
সততা আর নীতি নৈতিকতায়
করে যাও পণ।
-------------
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.